Print Date & Time : 10 September 2025 Wednesday 6:41 pm

প্রশ্নপত্র ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে সর্বোচ্চ ১০ বছর, সর্বনিম্ন ৩ বছর কারাদন্ডের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, খসড়া আইন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বনিম্ন ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতো দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ই-কমার্সকে নীতিমালার মধ্যে আনতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে, ২/১ মাসের মধ্যে সার্বিক স্বচ্ছতা আনা হবে, এ ব্যাপারে কাজ করতে মন্ত্রিপরিষদকে নির্দেশ দিয়েয়েছে প্রধানমন্ত্রী।