নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, রিডামবল ফুলী কনভারটেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছিল।
কোম্পানিটি জানায়, বুধবার (১৮ জুন) কোম্পানিটির পর্ষদ সভায় প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ারের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
সংশোধিত প্রেফারেন্স শেয়ার কাঠামো হলো: নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুলী কনভারটেবল প্রেফারেন্স শেয়ার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করতে পারবে রেনাটা।