Print Date & Time : 20 August 2025 Wednesday 7:01 am

প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় রেহেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এঘটনা ঘটে। রেহেনা একই এলাকার আনসার আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, রাস্তা পারাপারের সময় রাজশাহী হতে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কায় রেহেনা নামে এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূ্র্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এবিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।