নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৩১ আগস্ট বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। আর এ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান খাতের ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৯ দশমিক ১৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে সাত দশমিক ৭৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৩ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০১৯ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা; আর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে আট টাকা ৯৪ পয়সা। ওই সময় মুনাফা করেছে পাঁচ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা। এর আগে সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।