নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিটদর বেড়েছে ৩৮ দশমিক ৪১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৬৬ শতাংশ বা এক টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর ইউনিট দর সর্বনিম্ন ১৮ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন ফান্ডটির ৯ লাখ ৩৫ হাজার ৫৮টি ইউনিট ৩৬৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা।
গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৯০ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৪৬৮টি শেয়ার ৫ হাজার ৫৯৬ বার হাতবদল হয়, যার বাজারদর ২৫ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।
ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪ শেয়ার রয়েছে।
এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা।
বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৫৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫২ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিটদর বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।
সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় চার কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪০ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।