বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে শেরপুর জেলায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শেরপুরের আলিশান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক এ প্রশিক্ষণ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ডেপুটি ক্যামেলকো মো. ইকবাল হোসেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 September 2025 Friday 12:43 am
প্রাইম ব্যাংকের আয়োজনে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: