প্রাইম ব্যাংক সম্প্রতি প্রাইম টাওয়ারে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা প্রধান ও শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাসহ মোট ১২৮ জন কর্মকর্তার অংশগ্রহণে এএমএল ও সিএফটি বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর প্রধান মো. মাসুদ বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা এবং যুগ্ম পরিচালক রোকন-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিজ্ঞপ্তি
