এমপ্লয়ি ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনের মাধ্যমে উন্নত আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দ্য এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন, হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের ইভিপি মাহবুবা আশরাফ এবং এশিয়া ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
