Print Date & Time : 6 September 2025 Saturday 4:51 am

প্রাইম ব্যাংক ও বুয়েটের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির ফলে প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় বুয়েট শিক্ষার্থীদের জমাকৃত টিউশন ফি প্রাইম ব্যাংক কর্তৃক পরিচালিত বুয়েটের কেন্দ্রীয় অ্যাকাউন্টে রিয়েল টাইমে জমা হবে। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং বুয়েটের কম্পট্রোলার মো. জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, আরআইএসই’র পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের এসভিপি মোহাম্মদ ফারহান আদেল এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি