Print Date & Time : 7 September 2025 Sunday 10:22 am

প্রাইম ব্যাংক ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির ফলে প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসব গ্রাহকদের বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেসব গ্রাহক মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্সুরেন্স কাভারেজ সুবিধা পাবেন। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এমএম রবিউল হাসান এবং মেটলাইফ বাংলাদেশের এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মোহাম্মদ আসিফ শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি