প্রাইম ব্যাংক ও স্টার টেক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পিউটার ও টেক রিটেইলার প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং স্টার টেক লিমিটেডের এজিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শেখ সোহেল আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসি’র প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং স্টার টেক লিমিটেডের এইচআর ম্যানেজার আমিনুল করিম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি