প্রাইম ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ২৯৩ জন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র বিশ্লেষক, নিরীক্ষক, পর্যবেক্ষক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এজিএমে উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. শরীফ এমএনইউ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ সভায় উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০২১ সালের জন্য সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। বিজ্ঞপ্তি
