Print Date & Time : 31 July 2025 Thursday 11:42 pm

প্রাকৃতিক দুর্যোগে এক বছরে ৯৭ হাজার কোটি টাকার ক্ষতি

শেয়ার বিজ ডেস্ক: ২০২০ সালে বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এক হাজার ১৩০ কোটি মার্কিন ডলার (প্রায় ৯৬ হাজার ৯৪৬ কোটি ৫৪ লাখ টাকার) আর্থিক ক্ষতি হয়েছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) একটি সমন্বিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া ২০২০’ নামে প্রতিবেদনটি বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ২০২০ সালে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ নবমস্থানে। ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ ১ হাজার ১৩০ কোটি ডলার।

এই তালিকায় সবার শীর্ষে রয়েছে চীন। দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৩ হাজার ৮০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ক্ষতি ৮ হাজার ৭০০ কোটি ডলার।তৃতীয় অবস্থানে থাকা জাপানের ক্ষতি ৮ হাজার ৩০০ কোটি।

প্রতিবেদনটিতে বিশেষভাবে ২০২০ সালে বাংলাদেশ ও ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফানের কথা উল্লেখ করা হয়েছে। এ ঝড়ে বাংলাদেশের ক্ষতি হয়েছে অন্তত ১৩ কোটি ডলার বা ১ হাজার ১১৫ কোটি টাকারও বেশি।

ঘূর্ণিঝড়টিতে দেশের ১৯ জেলার এক কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন, ধ্বংস হয় অন্তত ৩ লাখ ৩০ হাজার ঘরবাড়ি। ১ লাখ ৭৬ হাজার হেক্টর কৃষিজমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়, ১৪ হাজার গবাদিপশু মারা যায় বলেও ডব্লিউএমও’র প্রতিবেদনে বলা হয়।