Print Date & Time : 8 August 2025 Friday 7:58 am

প্রাক্তন-এর পর প্রসেনজিৎ ঋতুপর্ণার দৃষ্টিকোণ

 

শোবিজ ডেস্ক: ২০১৬ সালের মাঝামাঝিতে মুক্তি পায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’ সিনেমাটি। সিনেমটি তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল, প্রশংসাও কুড়িয়েছিল সমালোচকদের। প্রাক্তন সিনেমাটি পরিচালনা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। একই জুটিকে নিয়ে এবার তৈরি হচ্ছে আরেকটি প্রেমের সিনেমা। শিরোনাম ‘দৃষ্টিকোণ’। যদিও এই সিনেমার পরিচালক কলকাতার প্রখ্যাত নির্মাতা কৌশিক গাঙ্গুলী।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির ডিজিটাল পোস্টার। নিজের টুইটার অ্যাকাউন্টে কৌশিক গাঙ্গুলি রিলিজ করলেন তার নতুন সিনেমা ‘দৃষ্টিকোণ’-এর ডিজিটাল পোস্টার। সিনেমার দুই তারকা কুশীলব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই রয়েছেন এই ডিজিটাল পোস্টারে। গত ২৫ জানুয়ারি ‘দৃষ্টিকোণ’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম লুক প্রকাশ করে টলি দুনিয়াকে চমকে দিয়েছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ঋতুপর্ণা সেনগুপ্ত পর্যন্ত টুইটে জানিয়েছিলেন, চোখের পলক পড়বে না আপনার, এমনই রুদ্ধশ্বাস এক অচেনা প্রেমের গল্প ‘দৃষ্টিকোণ’।

গত বছরের আগস্টেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে নিয়ে নতুন সিনেমা করার ঘোষণা দিয়েছিল সুরিন্দর ফিল্মস। কথামতোই কাজ শেষ করেছে তারা। এরই মধ্যে সিনেমার শুটিং শেষ করে ফেলেছে তারা। শুধু তা-ই নয়, ডাবিংয়ের কাজও শেষ করেছেন পরিচালক। আসছে বৈশাখের শুরুতেই মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন

কৌশিক গাঙ্গুলী।