Print Date & Time : 4 September 2025 Thursday 10:52 am

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক: প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিন এগিয়ে আনা হয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। শুরুতে সপ্তাহে রোববার ও মঙ্গলবার দুদিন স্কুলে যেতে হবে খুদে শিক্ষার্থীদের। কভিড সংক্রমণ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্কুল-কলেজ খুলে দেয়ার পর ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরে ক্লাস শুরুর ঘোষণা আগে দেয়া হয়েছিল।

গতকাল বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর সময়কাল পাঁচ দিন এগিয়ে আনা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো.

 মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

কভিড মহামারির কারণে ২০২০ সালের মার্চে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। পরে দুই দফায় স্কুল-কলেজ খুলে দেয়া হলেও প্রাক-প্রাথমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধই থাকে। ফলে এক্ষেত্রে ভর্তি হওয়া অনেক শিশুর এখনও স্কুলের মুখ দেখা হয়নি। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও এ সময়ে অনলাইনে ক্লাস চলছিল।