Print Date & Time : 16 August 2025 Saturday 9:44 am

প্রাণ ফিরে পাচ্ছে সৃজনী ব্রিজসংলগ্ন খাল

প্রতিনিধি, পবিপ্রবি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী, ভায়া পীরতলা ও ভারানি খাল দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও দুমকি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিপ্রবির সৃজনী ব্রিজসংলগ্ন পীরতলা খালের ময়লা অপসারণের কাজ শুরু হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টায় ওই কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দুমকি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পীরতলা বাজারের দোকানদার ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ বলেন, এ ময়লা প্রাথমিকভাবে কোনো পতিত জমিতে ফেলে দেয়া হবে। দ্রুত কোনো খাসজমিতে স্থায়ীভাবে ময়লার ভাগাড় নির্মাণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ময়লা অপসারণের কাজ শেষ হলে এলাকার জনসাধারণ, বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কৃষক ও জেলেরাও উপকৃত হবে।