প্রতিনিধি, মেহেরপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান।
