প্রাথমিক সমাপনী হবে সংক্ষিপ্ত সিলেবাসে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্কুল খোলার ঘোষণা আসার পর চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা কবে হতে পারে, সেই পরিকল্পনা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, পরিস্থিতি বিবেচনায় নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা হতে পারে। সেই পরীক্ষা নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

কতগুলো বিষয়ের ওপর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হবে, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। জাকির হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ের সব বার্ষিক পরীক্ষাও এ বছর নেয়া হবে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছর ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত বছর পঞ্চমের প্রাথমিক সমাপনী আর অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষার পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হয়নি। শিক্ষার্থীদেরও আগের রোলে পরের ক্লাসে তুলে দেয়া হয়।

এখন সংক্রমণ কমে আসায় ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস প্রতিদিন হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি ও ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হবে।

প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল সোমবার জানান, ১২ সেপ্টেম্বর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের আপাতত স্কুলে নেয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘প্রাক-প্রাথমিকের ওরা আসবে না। আমরা বলছি, ওরা চার বছরের শিশু। আমরা এ সময়ে রিস্ক নিতে চাচ্ছি না। আমরা প্রথম থেকে পঞ্চম দিয়ে শুরু করি, যদি পরিস্থিতি আল্লাহ স্বাভাবিক করে দেন, তখন দেখা যাবে। কভিড পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হচ্ছে।’

স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্রের ব্যবস্থা রাখার কথা বলছে সরকার।

স্কুলগুলোয় সশরীরে ক্লাসের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে কি নাÑএমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তুতি নেয়া হয়েছে। প্রাথমিকে আমরা সিøপ ফান্ডে টাকা দিই। সেই টাকা থেকে ওটা কিনতে বলেছি আমরা তাদের। গতকাল মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি।

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের পরিকল্পনা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।