প্রান্তিক গ্রাহকদের মধ্যে আল-আরাফাহ্ ব্যাংকের বিনিয়োগ বিতরণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের রাঙামাটি শাখার উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষক, নি¤œ আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স হলে বিনিয়োগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক উজ্জ্বল কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি মোহাম্মদ আজম, ইভিপি মো. মনজুর হাসান, এভিপি আসাদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক তানভীর এহসান। বিজ্ঞপ্তি