প্রাবসীদের আবেদন প্রক্রিয়া নিয়ে বিএসইসি-ডিএসইর গণশুনানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবাসী বা এনআরবি বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সহজ করতে গণশুনানির আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় অনলাইনে এ গণশুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম প্রবাসীদের নিয়ে গণশুনানি আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গণশুনানিতে প্রবাসী বাংলাদেশি, কাস্টডিয়ান প্রতিনিধি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকার্স ও স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শুনানিতে কাস্টোডিয়ান ব্যাংক এবং যেসব ব্রোকারদের নিটা অ্যাকাউন্ট আছে, তারা যাতে প্রবাসী বিনিয়োগকারীদের টাকা নিয়ে আইপিওতে আবেদন করতে পারে সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
শেয়ার বিজ/এসএটি