Print Date & Time : 1 September 2025 Monday 9:50 am

প্রিমিয়ার ব্যাংকের দুটি নতুন শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের কাঞ্চন এবং টাঙ্গাইলের নাগরপুরে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুর শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের বনানী শাখা প্রধান সৈয়দ নওশের আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ কাঞ্চন শাখার উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিক। অনুষ্ঠানে এসএমই এবং কৃষিঋণ বিভাগ প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; ইভিপি মো. তারেক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি