প্রিমিয়ার ব্যাংকের ফরিদপুর শাখা নতুন ঠিকানায়

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। এ সময় ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শাখাটির বর্তমান ঠিকানা খান ট্রেড সেন্টার, মুজিব সড়ক, কোতোয়ালি, ফরিদপুর। ফরিদপুর খুনসুরতি ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হোসেন, মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহিন চৌধুরী, প্রেস ক্লাব প্রেসিডেন্ট মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি