প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা স্থগিত করেছে। ব্যাংকটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের বোর্ড সভা গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশের ঘোষণা করার কথা ছিল। কোম্পানিটির সভায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তারিখ, সময় এবং ভেন্যু জানা যাবে। ব্যাংকটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখও ঘোষণা করার কথা ছিল।

এছাড়া একই সভায় প্রিমিয়ার ব্যাংক ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটির পর্ষদ বোর্ড সভা স্থগিত করেছে।

প্রিমিয়ার ব্যাংক বোর্ড সভার পরবর্তী তারিখ ও সময় নোটিশের মাধ্যমে জানাবে।