দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২১ গত বৃহস্পতিবার রাজধানী গুলশানের রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. রিয়াজুল করিমের (এফসিএমএ) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী সম্মেলনে বক্তব্য দেন। অংশগ্রহণকারী শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ২০২১ সালের ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি
