Print Date & Time : 9 September 2025 Tuesday 12:43 pm

প্রিমিয়ার ব্যাংকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারের লার্নিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি এওয়াইএম নাইমুল ইসলাম, সিসিও আনিসুল কবির, এসইভিপি খন্দকার রহিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি