Print Date & Time : 4 September 2025 Thursday 3:38 pm

প্রিমিয়ার ব্যাংক ও হাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির ফলে হাবের সদস্যরা ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের সব লেনদেন সম্পন্ন করবে। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. রিয়াজুল করিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন (তসলিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামিল হোসাইন, সিএমএ ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড মো. ইলিয়াস এবং হাবের সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি