প্রিমিয়ার লিগে দল বদলের একদিন পরই নাম প্রত্যাহার সাকিবের

শেয়ার বিজ ডেস্ক: এক দিনের ব্যবধানেই পাল্টে গেল দৃশ্যপট, প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটো।

জাতীয় দলে কবে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কিনা, সেই নিশ্চয়তা নেই। এর মাঝে আছে বোলিং নিষেধাজ্ঞা। দেশে ফেরার পথও আপাতত সহজ নয় সাকিব আল হাসানের জন্য। এর মাঝেই এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদল করেন তিনি। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় লেজেন্ডস অব রূপগঞ্জ। দেশে ফিরে তার খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন দলটির স্বত্ত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। কিন্তু এক দিনের ব্যবধানেই পাল্টে গেল দৃশ্যপট। প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।

দলবদল প্রক্রিয়ায় নিজের নাম স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন সাকিব। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটো। তিনি বলেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লেজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কাল তাকে আমরা দলে নিই। কিন্তু আজ সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য।’

ইতোমধ্যে সাকিবের জায়গায় আফিফ হোসেন ধ্রুবকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। তরিকুল ইসলাম বলেন, ‘সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন… আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। তিনি দেশে যখন আসবেন, আমরা চেষ্টা করব, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লেজেন্ডস অব রূপগঞ্জে দলভুক্ত করব। আমরা ইতোমধ্যে আফিফকে দলে নিয়েছিল। ‘যোগ করেন তিনি।