নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ নভেম্বর প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ ৩২২টি নতুন অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়। পাঁচ বছর মেয়াদি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা ধরা হয়েছিল। তখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয়। কিন্তু কোম্পানিটির স্মারকনামায় (Memorandum of Association) এ ধরনের শেয়ার ইস্যুর কোনো সুযোগ না থাকায় বিএসইসি তা অনুমোদন দেয়নি।