প্রিমিয়ামসহ রাইট ইস্যুর অনুমোদন পেলো সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের রাইট শেয়ার প্রিমিয়ামসহ ইস্যুর অনুমোদন পেলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল মঙ্গলবার বিএসইসির ৫৯৫তম কমিশন সভায় কোম্পানিটির রাইট ইস্যুর অনুমোদন দেয়।

জানা গেছে, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১ আর: ১ অর্থাৎ একটি  সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা উত্তোলন করবে। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে। যার প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির ব্যাংক লোন পরিশোধ এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থাৎ ব্যাটারি প্রজেক্ট সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে।

এর আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে কোম্পানিটি বিএসইসির কাছে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতেই কোম্পানির রাইট শেয়ার ইস্যু করার অনুমোদন পায়।

২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পাটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ২২ পয়সা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। রাইটের বিষয়ে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এর আগে কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে বিনিয়োগকারীদের বোনাস লভ্যাংশ দিলেও গত বছর বোনাসের সঙ্গে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত দুই বছরে কোম্পানির শেয়ারে সর্বনিম্ন ৪৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৯৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গতকাল কোম্পানির শেয়ারের সর্বশেষ ৫৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২৯ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে ৪০ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।