Print Date & Time : 9 August 2025 Saturday 6:16 am

প্রিমিয়ার ফাউন্ডেশনের ৫০০ সাইকেল বিতরণ

জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের স্কুলে পৌঁছাতে সহায়তা করার জন্য ৫০০ সাইকেল বিতরণ করেছে প্রিমিয়ার ফাউন্ডেশন। গতকাল প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব সাইকেল তুলে দেন। সিঙ্গাপুরের এসসিএ প্যাসিফিক পিটিই লিমিটেড গ্রুপের সিইও ডক্টর জেটিলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্প্রতি স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি জানাতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন ডা. এইচবিএম ইকবাল। ব্যাংকের ডিএমডি সৈয়দ নওশের আলী, ডিএমডি শামসুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি