নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিত্যাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার (২৭ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, তিতাস গ্যাস সরকারের (অর্থ মন্ত্রণালয়ের অধীনে) পক্ষে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে মোট শেয়ারের মূল্য দাঁড়াবে ২৮২ কোটি ৭৪ লাখ ৬৯৫ টাকা।
উল্লেখ্য, তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ টাকা। আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১ টাকা।
২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতঅংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।