প্রতিনিধি, বগুড়া : প্রেমের ফাঁদ পেতে স্বামীর সহযোগিতায় প্রেমিকের মোটরসাইকেল ছিনতাই করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কথিত প্রেমিকা বৃষ্টি আখতার (২০)। ছিনতাইয়ের সাথে জড়িত বৃষ্টির স্বামী সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে দিনাজপুর জেলার বিরামপুর থেকে।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস।গ্রেপ্তার বৃষ্টি আখতার বগুড়া সদরের তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম সেতুর স্ত্রী।
ওসি দীপক কুমার জানান, বগুড়া সদর থানার দাড়িয়াল গ্রামের আব্দুল ওয়াহাব কিছুদিন পূর্বে লটারিতে একটি এ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল পান। ওয়াহাব ও তার ছেলে রবিন (১৭) মোটরসাইকেলটি চালান। পার্শ্ববর্তী তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম সেতু মোটরসাইকেলটি ছিনতাই করার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী সিরাজুল তার স্ত্রী বৃষ্টিকে রবিনের মোবাইল নম্বর সংগ্রহ করে দেন এবং তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে বলেন। স্বামীর পরামর্শে বৃষ্টি রবিনের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। এরপর রবিনের সাথে দেখা করা প্রস্তাব দেন বৃষ্টি। সে অনুযায়ী গত ৯ আগস্ট দুপুরের পর রবিন তার বন্ধু নীরবকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার নরপতির ধাপ এলাকায় যান। সেখানে বৃষ্টি আগে থেকেই রবিনের জন্য অপেক্ষা করছিলেন। রবিন তার বন্ধুকে সাথে নিয়ে ভাসুবিহার নরপতির ধাপে পৌঁছে বৃষ্টির সাথে দেখা করেন। তারা দুজনে নির্জন স্থানে বসে গল্প শুরুর এক পর্যায়ে বৃষ্টি তার স্বামীকে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে তাদের অবস্থান জানিয়ে দেন। বৃষ্টি তার প্রেমিকের সাথে গল্প করার সময় আগে থেকেই নিয়ে আসা চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় পান করান। কিছুক্ষণের মধ্যে রবিন অসুস্থ বোধ করেন। এ সময় বৃষ্টির স্বামী তার এক সহযোগীকে সাথে নিয়ে সেখানে পৌঁছে নীরব ও বৃষ্টিকে সেখানে বসে প্রেম করার অপরাধে চড়-থাপ্পড় দিয়ে নীরবের মোটরসাইকেলসহ তাকে তুলে নিয়ে যান। কিছুদূর গিয়ে ফাঁকা স্থানে নীরবকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে সিরাজুল পালিয়ে যান। বিষয়টি গত ১৪ আগস্ট রবিনের মা রোজিনা আখতার শিবগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ বৃষ্টি আখতারের অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। এ সময় বৃষ্টির হেফাজত থেকে মোবাইল ফোন জব্দ করা হয় এবং বৃষ্টির স্বামী পালিয়ে যান। পরে পুলিশ বৃষ্টির দেয়া তথ্যমতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার জানান, গ্রেপ্তার বৃষ্টি আখতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।