Print Date & Time : 9 September 2025 Tuesday 12:29 pm

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ডেন্টাল চেক-আপ কর্মসূচী অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিনামূল্যে দিনব্যাপী ডেন্টাল চেক-আপ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ডেন্টাল চেক-আপ কর্মসূচী সকাল ১১ টায় উদ্ধোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান (অবঃ), রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগন, ক্লাব এডভাইজারগন, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উক্ত দিনব্যাপী ডেন্টাল চেক-আপ কর্মসূচীতে প্রায় ৩০০ জন শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সেবা নিয়েছেন। মাননীয় উপাচার্য মহোদয় আয়োজকবৃন্দের প্রশংসা করে সেবা প্রদানকারী ডাক্তারদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন।