প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিঠা উৎসব উদ্যাপন

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গতকাল দিনব্যাপী ‘পিঠা উৎসব-১৪৩০’ আয়োজন করে। দিনব্যাপী পিঠা উৎসবে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির প্রায় ১৬টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। পিঠা উৎসব উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। লোকজ পল্লি গান ও নৃত্য ছিল ওই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক। বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকদের পরিবেশনায় অনুষ্ঠানটি নতুন মাত্রা পায়। ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. আনোয়ারুল কবির উৎসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার, অ্যাডভাইজার, বিজনেস অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি