Print Date & Time : 10 September 2025 Wednesday 3:47 pm

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এডমিশন ফেয়ার `স্প্রিং- ২০২২’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গুলশান ক্যাম্পাসে এডমিশন ফেয়ার স্প্রিং ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এডমিশন ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল লাইস এম.এস. হক এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রোগ্রাম ডিরেক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এডমিশন ফেয়ার চলাকালীন ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সকল ভর্তির উপর ১০% স্পেশাল টিউশন ফি ওয়েভার, বিশেষ উপহার সামগ্রী এবং ভর্তি ফি এর উপর ৫০% ওয়েভার প্রদান করা হচ্ছে।  

উদ্বোধনকালে উপাচার্য তার বক্তব্যে উপরোক্ত বিষয় তুলে ধরে নতুন শিক্ষার্থীদেরকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠার জন্য উৎসাহিত করেন এবং আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।