শেয়ার বিজ ডেস্ক: প্রিমিয়ার লিজিং এ- ফাইন্যান্স লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার, ২৬-ডিসেম্বর-২০২৪ তারিখে ফার্স হোটেল এ- রিসোর্ট, ২১২ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, পুরানা পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারবৃন্দ ৩১-ডিসেম্বর-২০২৩ তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আবু সাদেক মোঃ সোহেল উক্ত সভায় সভাপতিত্ব করেন। কোম্পানীর পরিচালক ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম রবিউল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ জেড এম আকরামুল হক উক্ত সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান জনাব এ এস এম ফিরোজ আলম, উদ্যোক্তা ও সাবেক পরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী, জনাব জুনেদ আহমেদ ও জনাব মাকসুদ মোরশেদ এবং কোম্পানীর উদ্যোক্তা জনাব নিখিল কুমার সাহা উক্ত সভায় উপস্থিত ছিলেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান, কোম্পানীর নিরীক্ষক জোহা জামান কবির রশিদ এ- কোং এর সিনিয়র পার্টনার জনাব মোঃ ইকবাল হোসেন এফসিএ, কোম্পানীর স্বতন্ত্র বিশ্লেষক সুরাইয়া পারভীন এন্ড এসোসিয়েটস্-এর পার্টনার মিস সুরাইয়া পারভীন, কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব জনাব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস এবং ভাইস প্রেসিডেন্ট ও সিএফও সৈয়দ মনির হোসেনসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় উপস্থিত ছিলেন। কোম্পানী সচিব জনাব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস উক্ত সভাটি পরিচালনা করেন।