প্লাস্টিক আপসাইকেলিং মেলায় তরুণ-তরুণীর সৃজনশীল উদ্যোগ

oplus_2

প্রতিনিধি, কক্সবাজারঃ প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণসচেতনতা বাড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হলো প্লাস্টিক আপ-সাইকেলিং মেলা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুগন্ধা বীচের বালিয়াড়িতে এনজিও সংস্থা ব্রাকের প্লিজ প্রজেক্টের অধিনে এ মেলার কার্যক্রম চলে।

মেলায় অংশ নেয়া ১১টি স্টলের ৭০ জন তরুণ-তরুণী তাদের ব্যবহৃত প্লাস্টিক দিয়ে বানানো প্রায় ৩০০টি পন্য প্রদর্শন করেন। স্টল গুলো হলো— বনলতা, টিম অফ দ্যা আর্থ, প্রকৃতির বন্ধু, হোম, পৃথিবীর বন্ধু, হোপ ব্লজম, সূচনা, পরিবেশ বন্ধু, ড্রিমার্স, কক্সবাজার থ্রি আর, স্বপ্নের ছায়া। এর বাইরে প্লিজ প্রজেক্টের আলাদা স্টল ছিল।

মেলার স্টল ঘুরে দেখা যায়, ব্যবহৃত প্লাস্টিক পণ্য দিয়ে নতুন করে প্লাস্টিকের হাতের ব্যাগ, সো-পিচ, ফুলদানি, আয়না, কলমদানি, ঝুঁড়ি, ঝর্ণা, ফ্রেম, হাতপাখা, কুঁড়েঘর, রোবট, চুড়ি, কানের দুল, গলার চেইন, হাতের বালা, রিং, বেসলেট, ওয়াল মেট, মগ, ফলের ঝুঁড়ি, এক্সসরিজ বক্স, জুয়েলারি বক্স, বাজারের ব্যাগসহ হরেকরকমের পন্য বানিয়ে তা সাজিয়ে রেখেছেন।

হোপ ব্লজম স্টলের মিনহাজ, জাবের, কান্তা ইসলাম, তাসনিম শোভা জানিয়েছেন, “প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষ ও প্রাণীর পাশাপাশি সমুদ্র সৈকতকে ক্ষতি করছে। এখন মানুষের দেহে, খাবারে, বায়ুমন্ডলে প্লাস্টিক কনার সন্ধান মিলেছে। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে আপ-সাইকেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।”

মেলার দর্শনার্থী এনাম, রফিক, মাহবুব জানান, প্লাস্টিক পণ্য ব্যবহারের পর স্বাভাবিকভাবেই তারা ফেলে রাখেন। কিন্তু মেলার স্টল ঘুরে প্লাস্টিক আপ-সাইকেলিং বিষয়ে তারা জানতে পারেন এবং তৈরীকৃত পণ্য তাদের আকৃষ্ট করেছে।

ব্রাকের প্লিজ প্রজেক্টের কো-অর্ডিনেটর মাহিনুর জানান, পর্যটন নগরী কক্সবাজারে প্লাস্টিকের ব্যবহার কমানো ও মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে আমরা নতুন নেটওয়ার্কের মাধ্যমে ৭০ জন তরুণ-তরুণীদের প্লাস্টিক আপ-সাইকেলিং প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। তারা আপ-সাইকেলিংয়ের মাধ্যমে সৃজনশীল পণ্য বানিয়েছেন এবং মানুষকে সচেতন করছেন।