‘পড়াশোনা নিয়ে মা-বাবার ক্ষোভ ছিল’

শোবিজ ডেস্ক: প্রেম থেকে অন্দরমহল সবকিছুতেই বেশ সরাসরি উত্তর দিতে অভ্যস্ত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন। মুম্বাইয়ে হেমা মালিনী আয়োজিত এক অনুষ্ঠানে এবার নিজের পড়াশোনা নিয়েও কথা বললেন দীপিকা।

জানালেন, মডেলিংয়ের দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে গিয়ে পড়াশোনা বেশিদূর টেনে নিতে পারেননি তিনি।

মাত্র দ্বাদশ শ্রেণির গণ্ডিটা পেরুতে পেরেছেন। তাতে কী, জীবনের কিছু জায়গায় তো বেশ সফল ৩১ বছর বয়সী এ তারকা।

সে অনুষ্ঠানে দীপিকা জানান, ব্যাঙ্গালুরুয় থাকাকালে তাকে বহুবার কাজের জন্য কখনও মুম্বাই, কখনও দিল্লি যেতে হয়েছে। কলেজে উঠে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন; কিন্তু পারেননি। এমনকি বেশ কয়েকবার চেষ্টাও করেছিলেন অনলাইনভিত্তিক কোর্স করার। তাও করে উঠতে পারেননি।

দীপিকা বললেন, ‘আমার পড়াশোনা না হওয়ায় বাসায় সবার মন খারাপ ছিল। এ নিয়ে মা-বাবারও অনেক ক্ষোভ ছিল।’

তবে জীবন নিয়ে আক্ষেপ নেই দীপিকার। নিজের কাজটুকুতেই এখন মনোযোগ দিতে চান সম্প্রতি হলিউড কাঁপানো এ শিল্পী।

উল্লেখ্য, ১৬ অক্টোবর হেমা মালিনীর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উšে§াচনে অংশ নেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত দীপিকা। সেখানেই নিজের সম্পর্কে কথাগুলো বলেন তিনি।

এদিকে দীপিকা অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিটি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর।