Print Date & Time : 29 August 2025 Friday 12:41 pm

ফটিকছড়ির হাইদচকিয়ায় আন্তঃ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ির পাইন্দং হাইদচকিয়া স্পোর্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী স্মৃতি আন্তঃ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

৩ ফেব্রুয়ারী(শুক্রবার) বিকালে উপজেলা পাইন্দং ইউপিস্থ হাইদচকিয়া হাফেজ দৌলত (র.) মাজার সংলগ্ন মাঠে হাইদচকিয়া স্পোর্টস ফেডারেশনের সভাপতি জিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন হাবিব উল্লাহ চৌধুরী (সাহাবু), ডাচ্ বাংলা ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক জাবেদ মোর্শে, আবু রায়হান চৌধুরী, ক্রীড়া সংগঠক শিবু চন্দ্র বনিক, শফিউল আলম। খেলায় বিশেষ অতিথি আহসান ইকবাল মঞ্জু, রাশেদুল আলম রাশেদ, নাসির উদ্দিন চৌধুরী, আজগর আলী চৌধুরী সওদাগর, রফিকুল আলম, হোসেন চৌধুরী, ডা. আহমদ ছাফা, ইউপি সদস্য মো. মহিন উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, আইয়ুব, নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

খেলায় টিম সি – কর্নফুলি ২/০ সেটে টিম ডি – হালদাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সাব্বির ও রানার্স আপ দলের ক্যাপ্টেন নাজমুল ফাহাদকে ট্রপি তুলে দেন অতিথিরা।

এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী ছিলেন একজন অনন্য মানুষ। তাকে স্বরূণ রাখতে ভলিবল খেলার আয়োজন প্রশংসার দাবী রাখে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ভলিবল খেলা একসময় গ্রামেগঞ্জের প্রতিটি মাঠে অনুষ্ঠিত হত। হাইদ চকিয়া স্পোর্টস ফেডারেশনের এই খেলার আয়োজনকে সাধুবাদ জানান অতিথিরা।