Print Date & Time : 7 July 2025 Monday 4:22 pm

ফতুল্লায় পিস্তল সহ যুবক গ্রেফতার

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয়(৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল দশটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব- পরিবারে ফতুল্লার নিউ চাষাঢ়া জামতলা এলাকায় বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তল সহ এস,এম,ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বাড়ী ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।