Print Date & Time : 12 September 2025 Friday 4:51 pm

ফতুল্লায় হোসিয়ারি শ্রমিক খুন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নয়ন সিকদার (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, একদল কিশোর অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালিয়া খালের রাস্তার পাশে বালি রাখার স্থানে নয়নকে কুপিয়ে আহত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা নয়নকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জালাল সিকদার বলেন, আমার ছেলে একটি হোসিয়ারিতে কাজ করে। আমার ছেলেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম মিয়া বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।