Print Date & Time : 5 September 2025 Friday 10:23 am

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ তলা একটি ভবনের নিচ তলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এসময় নারী ও শিশুসহ অনন্ত ছয়জন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার ফতুল্লার লালখাঁ এলাকার মোক্তার মিয়ার বাড়িতে এ গ্যাস বিস্ফোরণে ঘটনা ঘটে। নিহত দুই নারীরা হলেন- মায়া রানী ও মঙ্গলী রানী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছয়টার দিকে হঠাৎ পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাশের আরও দুটি বাড়ির ও দোকান ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যায় গৃহবধূ মায়া রাণী। দগ্ধ ও আহতদের সাত জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মঙ্গলী রাণী নামে আরও একজনের মৃত্যু হয়। চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুইজনক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়িটির আশেপাশে থাকা কয়েকটি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে ছয়টার দিকে বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত পর আরও বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে শেষকৃত্যের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করা অনুদান দেওয়া হচ্ছে। ভবনটি সিল-গালা করে দেওয়া হয়েছে।