Print Date & Time : 16 August 2025 Saturday 1:36 am

ফতুল্লা মসজিদের সামনে আর ছিদ্র পায়নি তিতাস

শেয়ার বিজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে ৩১ জন প্রাণ হারানোর পর লাগোয়া সড়কে পাইপ থেকে গ্যাস বের হওয়ার খবর ছড়ালেও সেখানে কোনো ছিদ্র পায়নি তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম জানান, গ্যাস বের হওয়ার খবর পেয়ে তাদের একাধিক দল শুক্রবার রাতে ও শনিবার সকালে ওই সড়কে ঘুরে দেখেছেন। তারা সেখানে গিয়ে গ্যাসের পাইপে আর কোনো ছিদ্র দেখতে পাননি। সূত্র: বিডিনিউজ

এর আগে মসজিদের পূর্ব ও উত্তর পাশের পুরো সড়ক খুঁড়ে তারা ছয়টি ছিদ্র পেয়ে সেগুলো বন্ধ করেন। আবার গ্যাস বের হওয়ার খবর পেয়ে তিতাস ছাড়াও ফায়ার সার্ভিস, এনএসআই, পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিতাস কর্মকর্তা মফিজুল বলেন, ‘ছিদ্র হলে অনবরত গ্যাস বের হতো। ধারণা করা হচ্ছে, নালার ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে সৃষ্ট গ্যাস বুদ বুদ করে বের হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে এক শিশু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্তত ৩১ জন এরইমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে গত সোমবার ওই মসজিদের পূর্ব ও উত্তর পাশের সড়ক খনন করে তিতাসের কর্মীরা। মসজিদের পূর্ব পাশের সড়কে কোনো ছিদ্র না পেলেও উত্তর পাশের পুরো সড়কের পাইপে ছয়টি ছিদ্র পাওয়ার কথা জানান তিতাস গ্যাসের কর্মকর্তারা। সেসব ছিদ্র মেরামত করে গ্যাসের সংযোগ চালু করা হয়। এরপরেও সেখান থেকে গ্যাস বের হওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা।