ফরিদপুরের পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের  নগরকান্দায় বীণা আক্তার (২১) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে এবং সালথায় প্রেমিকার সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে হƒদয় রায় নামে ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার সকালে হƒদয়ের মরদেহ ও বিকালে বীণার মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার রাত ১০টায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হƒদয় আগুলদিয়া গ্রামের কানাই লাল রায়ের একমাত্র ছেলে। সে পেশায় কামার ছিল।

নিহতের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় হƒদয়ের মা পাশের গৌড়দিয়া গ্রামে একটি ধর্মীয় গানের অনুষ্ঠানে যান আর বাবা বাড়ির সামনে দোকানে চা খেতে যান। রাত ১০টায় হƒদয়ের বাবা বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে সাউন্ডবক্সে গান বাজছে। অনেক ডাকাডাকি করে কোনো আওয়াজ না পেয়ে ঘরের একটি ফুটো দিয়ে দেখেন ছেলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তিনি ঘরের দরজা ভেঙে ফ্যান থেকে ঝুলন্ত লাশ নিচে নামান।

অন্যদিকে বুধবার বিকালে নগরকান্দার পৌরসভার মিরাকান্দা গ্রামের হালিম মাতুব্বরের মেয়ে বীণা আক্তার ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেছে।