Print Date & Time : 6 September 2025 Saturday 4:52 am

ফরিদপুরের মধুখালী থেকে কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে থেকে জিহাদ হোসেন নামে (১৬) এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ।

নিহত ভ্যান চালক জিহাদ মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, জিহাদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার মৃত দেহ পড়ে থাকার সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশে খবর দেয়।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অবস) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, পুলিশ হত্যাকারীদের খুঁজতে এরই মধ্যে কাজ শুরু করেছে।