Print Date & Time : 4 August 2025 Monday 9:32 am

ফরিদপুরের সবুজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের বাইতুল আমান এলাকার সবুজ মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুসহ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে  কয়েক শত এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে নিহত সবুজের মা সাজেদা বেগম, পিতা শহীদ মোল্লা, কুকুর রেহেনা বেগম, নাজমুল হাসান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা গত ২৩ মে গ্রেপ্তার হওয়া সবুজ হত্যা মামলার প্রধান আসামি আদনান হোসেন অনুসহ হত্যাকারীদের বিচারের দাবি জানায়।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুলাই সবুজ মোল্লাকে বাইতুল আমান এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।