প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শহরে সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে দিনদুপুরে ১০ লাখ টাকা চুরি হয়েছে। কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানিয়েছেন, শহরের ঝিলটুলীর করপোরেট শাখা থেকে গতকাল দুপুরে এ টাকা খোয়া যায় বলে থানায় অভিযোগ করেছেন সদর উপজেলার গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা বেগম (৪৮)।
নাজমা তার অভিযোগে বলেন, ১০ লাখ ৬০ হাজার টাকার ব্যাগটি তিনি ক্যাশ কাউন্টারে রেখে জমা রসিদ লিখছিলেন। লেখার পর তিনি আর তার টাকার ব্যাগটি পাননি। এ সময় সেখানে এক যুবক দাঁড়িয়ে ছিলেন বলে জানান তিনি। নাজমা বলেন, তার টাকা পোস্ট অফিসে ছিল। মেয়াদ পূর্ণ হওয়ায় সেই টাকা উঠিয়ে তিনি সোনালী ব্যাংকে জমা দিতে যাই।
সোনালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে তারা পুলিশকে সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করছেন।
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি জলিল।
তিনি বলেন, ব্যাংকের সিসি ফুটেজ দেখে অনুসন্ধ্যান চলছে। আশা করা হচ্ছে, অপরাধীকে আইনের আওতায় আনতে পারবেন তারা।