ফরিদপুরের ১০ কৃতী শিক্ষার্থী নিয়ে ‘মিট দ্য ডিসি’র যাত্রা

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা ১০ কৃতী শিক্ষার্থীর সঙ্গে একান্তে আলাপচারিতায় অংশ নিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। শিক্ষার মানোন্নয়নে যাত্রা শুরু হওয়া অভিনব ও ব্যতিক্রমী এ মাসিক উদ্যোগের নাম দেওয়া হয় ‘মিট দ্য ডিসি’। গতকাল শুক্রবার মেধাবী এ ছাত্রছাত্রীদের কথা শোনেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় উপস্থিত ছিলেন সংবাদিক ও সরকারি কর্মকর্তারা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান কীভাবে আরও উন্নত করা যায়, কীভাবে বর্তমান প্রজš§র শিক্ষার্থীরা ভবিষ্যতের সুনাগরিক হতে পারে সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত শোনেন।
এ সময় শিক্ষার্থীরা ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসাউজ্জামান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. জয়নুল আবেদিন, সারদাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘মিট দ্য ডিসি’র এ প্রক্রিয়া সূচনা হলো মাত্র। ফরিদপুর পৌর এলাকার ২৫টি হাইস্কুলের পাশাপাশি কলেজ ও মাদরাসাগুলোকেও প্রতি মাসে তাদের শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থীদের খুঁজে বের করতে হবে। তাদের মধ্য থেকে সেরাদের সেরা ১০ জন প্রতি মাসের প্রথম শুক্রবার ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানের জন্য মনোনীত হবে। একইভাবে উপজেলাগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা ১০ শিক্ষার্থী প্রতি মাসে মিলিত হবে ‘মিট দ্য ইউএনও’ তে। আমরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে সরাসরি সেরাদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে দ্রুত সমাধান দিতে চাই। তিনি বলেন, শুধু পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সেরা নয়; মেধায়, মননে, শৃঙ্খলায়, পোশাকে, আচরণে, নেতৃত্বে, সধারণ জ্ঞানে, বিদ্যালয়ে হাজিরায় ও সহশিক্ষা কার্যক্রমে সব মিলিয়ে নির্ধারণ করা হবে শিক্ষার্থীর শ্রেষ্ঠত্ব।
‘মিট দ্য ডিসি’র এ আয়োজনের সেরা ১০ শিক্ষার্থী ছিলেন ফরিদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জেরিন ওমর সামারা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া ইসলাম, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিথি আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী নূর, আনসার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের মো. আবির হাসান, মহিম ইনস্টিটিউশনের রহিমা আক্তার, পুলিশ লাইন্স হাইস্কুলের কেএম নাঈম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের আবদুল ওয়াদুদ রাবিব ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অদ্বীতি কর্মকার।