Print Date & Time : 8 September 2025 Monday 2:58 am

ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (উই) প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। গতকাল সোমবার সকালে ডেপুটি কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে উলাসী সৃজনী সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) দীপক কুমার রায়।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানিয়া আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম আলী আহসান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, উলাসী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ আজিম উদ্দীন, উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর শেখ মো. মাসুদ ও হাজিরা খাতুন প্রমুখ।