Print Date & Time : 2 August 2025 Saturday 7:03 am

ফরিদপুরে কৃষকের মাঝে ভুট্টাবীজ বিতরণ

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার ২০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ডিকাল্ব-৯১৬৫ জাতের উচ্চফলনশীল হাইব্রিড ভুট্টাবীজ বিতরণ করা হয়েছে। সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীজ বিতরণের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী কৃষিবিদ আব্দুর রাজ্জাক।

এদিকে গতকাল সোমবার ফরিদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বায়ার ক্রপ সায়েন্স। অনুষ্ঠানে হাইব্রিড জাতের ভুট্টাবীজ বিতরণ করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বায়ার ক্রপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ চন্দন কুমার, আঞ্চলিক কর্মকর্তা মানছুর রহমান, আব্দুর রব, মুজাহিদুল ইসলাম প্রমুখ।